রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
হোমজাতীয়অগণতান্ত্রিক অপশক্তি আবারও সক্রিয়: বাদশা

অগণতান্ত্রিক অপশক্তি আবারও সক্রিয়: বাদশা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ঢাকায় বাসে আগুন দিয়ে নাশকতার ঘটনায় অগণতান্ত্রিক অপশক্তির ষড়যন্ত্রের আলামত দেখছেন। ১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা বলেন, ‘এ ধরনের ঘটনার পেছনে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থানের পথ তৈরি করার পুরনো কৌশল কাজ করছে কি না তা আমাদের ভেবে দেখতে হবে।’

রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীর সব রাষ্ট্র এখন করোনাভাইরাস প্রাদুর্ভাবে অর্থনৈতিকভাবে খারাপ সময় পার করছে। বাংলাদেশও এর বাইরে নয়। ঠিক এরকম একটি সময়ে এসব ঘটনা (বাসে আগুন দেয়া) দেশকে অস্থিতিশীল করার একটি সুগভীর চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে মানুষ এখন খারাপ সময় কাটাচ্ছে। ঠিক এমন একটি সময়ে নাশকতার মধ্যদিয়ে মানুষকে নিরাপত্তাহীন করে তোলা এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ বলেই আমি মনে করি।’

ফজলে হোসেন বাদশা দাবি করেন, এ ধরনের ঘটনা মোকাবেলায় কোন ‘মৌসুমি তৎপরতা’ কাজে দেবে না। তিনি বলেন, ‘যখন এরকম নাশকতার ঘটনা ঘটে, তখনই আইনশৃঙ্খলাসহ সবাই তৎপর হয়। আবার রাজনৈতিক কর্মসূচিও দেয়া হয়। কিন্তু নাশকতাকারীদের রুখতে এসব মৌসুমি তৎপরতার চেয়ে দীর্ঘ মেয়াদী রাজনৈতিক কৌশল গ্রহণ করা জরুরি, তা আমরা বুঝতে না পারলে বড় বিপদ আঘাত হানতে পারে।’

সাংসদ বাদশা বলেন, ‘অগণতান্ত্রিক এসব অপশক্তি তাদের খারাপ সময় টের পেলেই ক্ষমতা ও অর্থের আড়ালে আশ্রিত হয়ে থাকে। আর সুযোগ বুঝেই আসল চেহারাটা সামনে আনে। কাজেই এদের মোকাবেলা করার জন্য রাজনৈতিক অঙ্গিকারের ওপর জোর দেয়া দরকার।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments