ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার বলেছেন, শাহআলম সরকার ছিলেন অত্যন্ত নরম ও সহনশীল প্রকৃতির নেতা। তিনি ছিলেন- কর্মীবান্ধব সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি মুজিবাদর্শের সক্রিয় কর্মী। দলীয় পদ-পদবীর মোহ তাকে আদর্শ থেকে পিছিয়ে রাখতে পারেনি। আজকের সময়ে দলীয় কর্মীদের কাছে অনুকরণীয় হতে পারেন ত্যাগী ও কর্মীপ্রিয় নেতা শাহআলম সরকার। তিনি শুক্রবার সন্ধ্যায় শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও সংস্কৃতিসেবী শাহআলম সরকার স্মরণসভায় মূখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর এর সভাপতিত্বে ও উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড. লোকমান হোসেন, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মালেক চৌধুরী, শাহআলম সরকারের বন্ধু জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক বাবুল ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ হানিফ। এ সময় পৌর আওয়ামী লীগ সভাপতি মুসলিম মিয়া, জেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক মহসিন মিয়া, কার্যকরী সদস্য সেলিম রেজা হাবিব, সৈয়দ মো. আসলাম, খোকন কান্তি আচার্য, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ উপস্থিত ছিলেন।