বুধবার, মে ৩১, ২০২৩
হোমজেলাআখাউড়ায় বিডি ক্লিনের মাস্ক বিতরণ

আখাউড়ায় বিডি ক্লিনের মাস্ক বিতরণ

মাস্ক পড়ি করোনা থেকে নিরাপদ থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক মহামারী করোনা থেকে নিরাপদে থাকতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ১হাজার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায়  পৌরশহরের সড়ক বাজারের বিভিন্ন পয়েন্টে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় বিডিক্লিন আখাউড়া উপজেলার সমন্বয়ক রমজানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ‌মো: সাইফুল ইসলাম, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদ, বিডি ক্লিন কসবা উপজেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবুল, কসবা উপজেলা শাখার উপ সমন্বয়ক ও আইটি এন্ড মিডিয়া ফোরকানুল ইসলাম হিমেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ওয়েলকাম মনিটর মেহেদী হাসান, এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন আখাউড়া শাখার সহ সমন্বয়ক ইব্রাহিম ভূইয়া লিটন, এড‌ভো‌কেট জ‌হিরুল ইসলাম, সাংবা‌দিক দ্বীন ইসলাম খাঁন, মোছা: রো‌জিনা আক্তার, আ‌জিমুর রশিদ, টিটু মিয়া, সুফল ইসলাম, স‌ক্রিয় সদস‌্য, কিবরিয়া হাসান পাঠান, কামরুল ইসলাম, প্রীতি ইসলাম, কামরুল ইসলাম,শায়লা আক্তার, মো: বরকত উল্লাহ, নিলয় খাঁন, সা‌হিল মিয়া, ফা‌হিমুর র‌শিদ, শা‌কিলা আক্তার, তন্ময়, তা‌সিন ভূইয়া, আফরান আহ‌মেদ জু‌য়েল, বিজয় সাহা, জ‌য়েন্ত পাল, সা‌নি সহ প্রমূখ। এসময় প্রধান অ‌থি‌তি জনাব রুমানা আক্তার তি‌নি বৈশ্বিক মহামারী করোনা থেকে নিরাপদে থাকতে বিডি ক্লিন আখাউড়ার এমন আ‌য়োজন‌কে স্বাগত জানান। সা‌মা‌জিক কার্যক্রমে উপ‌জেলা প্রশাসন আখাউড়া সব সময় পাশে থাকার সম্ম‌তি জ্ঞাপন ক‌রেন।

বিডি ক্লিনের সদস্যরা করোনা থেকে নিরাপদ থাকতে সকলকে সচেতন করেন।

শপথ বাক্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার রুমানা আক্তার।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments