ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত তিন নারীসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে ২৪ জনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল ইতিমধ্যে নেগেটিভ এসেছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থলবন্দর সূত্র জানায়, ১৮ ও ১৯ জুন স্থলবন্দর দিয়ে আসা তিন ভারতীয় তরুণীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়। ভারতীয় তিন তরুণী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তাঁরা ১৪, ১৫ ও ১৬ জুন বাংলাদেশে আসেন। গতকাল মঙ্গলবার স্থলবন্দর দিয়ে ৩৫ জন বাংলাদেশি ফিরেছেন। মঙ্গলবার করোনা পজিটিভ হওয়া তিন নারী ও একজন পুরুষ ১০, ১১ ও ১৩ জুন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরেন।
স্থলবন্দর দিয়ে ১৪৩ জন ভারতীয় শিক্ষার্থী এসেছেন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় ও বাংলাদেশি যাত্রীদের যাতায়াত শুরু হয়। ২৬ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত গত ১ হাজার ৮৯৪ জন বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক রয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ১৪৩ জন ভারতীয় নাগরিকও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১৩৭ জনকে ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারে ও ৭ জনকে বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।