শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াআধুনিক চুল্লি স্থাপন করে স্বপ্ল সময়ে বিপুল পরিমান মাদক ধ্বংস করার নজির...

আধুনিক চুল্লি স্থাপন করে স্বপ্ল সময়ে বিপুল পরিমান মাদক ধ্বংস করার নজির স্থাপন করল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

ব্রাহ্মণবড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে নতুন মালখানা ও আধুনিক চুল্লি স্থাপন করে দ্রুততম সময়ের মধ্যে বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। নিয়মিত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রম অব্যাহত রাখার জন্য আধুনিক চুল্লি ব্যবহার করে প্রতি মাসে অন্তত তিন বার মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। যার ফলে অত্র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার আলামত জট হচ্ছে না। বর্তমানে আলামত ধ্বংস কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তি করার লক্ষ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নীচ তলায় নতুন মালখানা স্থাপন করেন এবং ভবনের সামনে আলামত ধ্বংসের জন্য আধুনিক চুল্লি স্থাপন করেন। মালখানার জব্দকৃত মাদক ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত, আলামত ধ্বংস কমিটির মাধ্যমে নিষ্পত্তি করেন। উক্ত কমিটির মাধ্যমে জব্দকৃত ১১২টি কম্বল শীতার্থ মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় বিপুল পরিমান বৈদ্যুতিক তার, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিডিবি, কষ্টিপাথর,পিতল ও দস্তার মুর্তি এবং কষ্টিপাথর পাথরের শিবলিঙ্গ ট্রেজারিতে জমা করা হয়, নিষ্পত্তিকৃত মামলার টাকা যথাযথ নিয়মে সরকারি কোষাঘারে জমাদান এবং গুরুত্বপুর্ন বিভিন্ন মামলা আলামত হিসেবে জব্দ ১৮টি অস্ত্র জেলা পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়ার নিকট হস্তান্তর করা হয়। চলতি বছরে অদ্যবধি ২৫০৪টি মামলায় ৫৮,৮৫,৪১,৫৯৭ টাকা মূল্যমানের মাদক ধ্বংস করা হয়। গতকাল ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে আধুনিক চুল্লি ও রোলারের মাধ্যমে ৪০০২ বোতল ফেন্সিডিল, ৪৫ বোতল স্কফ সিরাপ, ৪৫ বোতাল বিদেশী মদ, ৫০০ কেজি গাজাঁ এবং ৩৫৬৪পিস ইয়াবা ধ্বংস করা হয। এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী, জুডিসিয়াল ম্যাজিস্টেট রাকিবুল হাসান রকি, পুলিশের কোর্ট পরিদর্শক কাজী দিদারুল আলমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments