রবিবার, মার্চ ২৬, ২০২৩
হোমজেলাআনন্দ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রথম বর্ষপূর্তি উদযাপন

  • নিজস্ব প্রতিবেদক:
আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের মসজিদ রোডস্থ সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন’র সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায়  আনন্দ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন যুগ্মআহ্বায়ক বিশ্বজিৎ পাল বাবু।শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এসময় অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল আলম সঞ্চয়, আজিজুর রহমান পায়েল, সুমন রায় ও বাহাদুর আলম।
 এ ছাড়া আরো উপস্হিত ছিলেন দৈনিক ফ্রন্টিয়ার’র সম্পাদক আব্দুল মালেক,খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটির সাধারণ সম্পাদক শিশির সিকদার,  সাংবাদিক ইউনিয়নের প্রাথমিক সদস্য মো. আল মামুন, এস. এ. সামি, ইফতেয়ার রিফাত, আব্দুর রহমান বুলবুল প্রমুখ।
আনন্দ আয়োজনে প্রধান অতিথি মোহাম্মদ আরজু  উপস্হিত  সকলকে নিয়ে  ব্রাহ্মনবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রথম বর্ষপূর্তির কেক কাটেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments