ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১১১টি টিকেট এবং টিকেট বিক্রির নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ চার টিকেট কালোবাজারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের মোঃ মিলন মিয়া-(৫২), কুমিল্লা জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের মোঃ মজিবুর রহমান-(৫০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোঃ স্বপন খলিফা (৩৫) এবং আখাউড়া উপজেলার রূপনগর গ্রামের মোঃ পারভেজ (২২)।
গতকাল শুক্রবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে চার টিকেট কালোবাজারীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১১১টি টিকেট ও এবং টিকেট বিক্রির নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার টিকেট কালোবাজারী। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।