ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন,গত ২৭ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আন্দোলনের নামে যারা জাতির পিতা ছবি ভাংচুর করে তারা বাংলাদেশকে অস্বীকার করে। যারা এই বাংলাদেশকে স্বীকার করে তারা এই কাজ করতে পারেনা। তারা নিজেদেরকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর প্রসঙ্গ তুলে তিনি বলেন,“তারা নিজেদেরকে বর্তমান সরকারের প্রতিপক্ষ হিসেবে পরিচয় দিয়েছে। এই মুষ্টিমেয় সন্ত্রাসীদের সাথে ইসলাম ধর্মের কোনো মিল নেই। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন,যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কে আল্লাহ কোনো সময় পছন্দ করেন না। তারা যদি তাদের কার্যকলাপ কে ইসলামের পক্ষে প্রমান করতে পারে তাহলে আমি তওবা করে নতুন করে মুসলমান হব। আর আমি যদি প্রমান করতে পারি তারা যা করেছে এটা নাজায়েজ বেদাত,হারাম তাহলে তাদেরকে তওবা করে নতুন করে মুসলমান হওয়ার আহবান জানাচ্ছি। এসময় তিনি ধর্মের নামে সন্ত্রাস বাদের কঠোর সমালোচনা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও,ভাইস চেয়ারম্যান শামিমা মুজিব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া,সাধারন সম্পাদক এমএইচ মাহাবুবুল আলম, জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার সাধারন মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিন ব্যাপী মেলায় সদর উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।