রবিবার, মার্চ ২৬, ২০২৩
হোমজেলাআশুগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ: আহত সাত

আশুগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ: আহত সাত

নিজস্ব প্রতিবেদক- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুর ৩টায় উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের লাইলী আক্তার (৩০), নাসির মিয়া (৫৩), মাজু মিয়া (৫০), ওসমান (২০), কালু মিয়া (২৭), মোতাবিল মিয়া (৬৩) ও শামসুন্নাহার (৪৫)।

আহত শামসুন্নাহার বলেন, ‘একবছর আগে গ্রামের কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে সুদে এক লাখ টাকা ধার নেন তার পাশের বাড়ির আনোয়ারা বেগম। গত কিছুদিন আগে নাসিমা সুদে ধার নেয়া এ টাকা ফেরত দিতে বললে আমার বোন আনোয়ারা বেগম কিছুদিন সময় চান। এছাড়া আমার বাড়িও নাসিমার পাশে অবস্থিত। তাদের বাড়ির টিউবওয়েলের ময়লা পানি আমার বাড়ির ওপর দিয়ে যায়। এ দুই ঘটনা নিয়ে বেশকিছু দিন ধরে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।’

তিনি আরও বলেন, বুধবার ময়লা পানি আমাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে নাসিমা বলেন, ‘তোর বইন টেহা ফেরত না দেওন পর্যন্ত পানি আইবোই’। এ নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাতজন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments