নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন বছর ধরে ইসলাম ফর বেটার লাইফ নামে একটি ধর্মীয় সামাজিক সংগঠন এর উদ্যোগে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিয়োজিত রয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আর,জে টাওয়ারের নিচে যারা অর্থসহ কুরআন পড়তে আগ্রহী এমন মানুষের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলাম ফর বেটার লাইফ এর সদস্য মেহেদী সাইফুল আজাদ সুজন, জামি আলম, জুনাইদ প্রান্ত, রাজু আহমেদ, সায়িদ, ফাহাদ, আব্দুর রহিম, মো. সাগর, মিতুল, ইমতিয়াজ, স্বপন, ইয়াছিন, সাব্বির, ইয়াজ উদ্দিন, রাজন, সাইফুল, ইয়াকুবসহ আরও অনেকে।
ইসলাম ফর বেটার লাইফ সংগঠনের সদস্যরা জানান- তিন বছর ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইসলাম ফর বেটার লাইফ ধর্মীয় ও সামাজিক এই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।