শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
হোমজেলাআশুগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক

আশুগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বর্ণ ব্যবসার সাথে জড়িত অবৈধ তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার বিলাস শংকর দেশমুখা (৩৮), একই জেলার বাসন্ত সামভজি মোহিতি (২৫) ও জাবেদ আহমদ মুলানী (২৬)। গ্রেপ্তারকৃতরা স্বর্ণের দোকান থেকে ছাই কিনে স্বর্ণ সংগ্রহসহ এ সংক্রান্ত পেশার সঙ্গে জড়িত। তবে বাংলাদেশে থাকার বৈধ কোনো কাগজপত্র তাদের কাছে নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‌্যাব-১৪- এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় যাত্রী ছাউনীর সামনে তিনজনকে দেখে গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। পরে তাদের কাছ থেকে কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
সূত্রটি আরো জানায়, চক্রটি হবিগঞ্জের মাধবপুর ও কিশোরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে স্বর্ণের ব্যবসা পরিচালনা করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ সংগ্রহ করে গলিয়ে বিক্রি করেন। তাদের সম্পর্কে আরো খোঁজ নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments