বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াঈদের আগের রাতেও চলছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের কার্যক্রম

ঈদের আগের রাতেও চলছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের কার্যক্রম

 

 

আজ ২০ জুলাই আগামীকাল পবিত্র ঈদুল আজহা চলছে ছোটাছুটি। হঠাৎ ফোন কল রাত নয়টায় ,এটা কি ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড’ আমি সুলতান পুর থেকে বলছি আমি শুনেছি আপনারা বিনামূল্যে অক্সিজেন সেবা দেন, আমার বাবা ভিষণ অসুস্থ, ডাক্তার বলেছেন অক্সিজেন লাগবে আপনারা কি আমাকে অক্সিজেন দিয়ে সাহায্য করতে পারবেন? প্রতিউত্তরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের সদস্য বললেন আপনি ঠিকানা দিন আমরা আসছি। এই বলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের আহ্বায়ক মোঃ নাসির মিয়ার নেতৃত্বে ব্রিগেডের অন্যতম সদস্য হুমায়ুন কবির, মুহয়ী শারদ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ফাহিম মুনতাসির প্রথমে রিক্সায় তার পর সি এন জি করে রোগীর কাছে পৌঁছে দেয় অক্সিজেন সিলিন্ডার। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সভাপতি অ্যাডভোকে কাজী মাসুদ আহমেদ।

উৎসব তাদের কাছে এখন মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষের সেবা। তাঁরা কোভিড-১৯ আক্রান্তদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করে রেজিস্ট্রেশন ও মাস্ক পৌঁছে দেওয়ার কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments