নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড। স্বাস্থ্যবিধি মেনে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার,অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব ওয়াহিদ শামীম,জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন সম্প্রীতি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগঠক রাকেশ রায়, কুঞ্জ মোহন,সুবল সাহা, রাহুল ধর, তানভীর মাহমুদ, অর্ণব দাস,ও পলাশ দেবনাথ ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের সাথে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।
এসময় ব্রিগেডের পক্ষ থেকে আহবায়ক মো: নাসির মিয়া,যুগ্ম আহবায়ক কাজী তানভীর, যুগ্ম আহবায়ক ফাহিম মুনতাসির এবং সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ ও ব্রিগেডের অন্যতম সদস্য মুহয়ী শারদ উপস্থিত ছিলেন।
ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের সাথে যুক্ত হয়ে ব্রিগেডের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।