নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড’কে এক হাজার মাস্ক দিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
আজ রোববার দুপুরে শহরের পূর্ব পাইক পাড়ায় ব্রিগেড’র কার্যালয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ব্রিগেড তদারক কমিটির সমন্বয়ক কমরেড অ্যাড.কাজী মাসুদ আহমেদ ব্রিগেড’র আহ্বায়ক কমরেড অ্যাড.মো নাসির ও সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ এর নিকট মাস্ক হস্তান্তর করেন।
এসময় উপস্হিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ব্রিগেড তদারক কমিটির সদস্য কমরেড আবু সাঈদ খান,বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ব্রিগেড তদারক কমিটির সদস্য কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি কমরেড সামসুল আলম,জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও ব্রিগেড’র সদস্য অ্যাড.অসীম কুমার বর্দ্ধন,ব্যাবসায়ী সজল বিশ্বাস, জেলা ছাত্র মৈত্রী নেতা আমিরুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।