জানাযা ও দাফন সম্পন্ন
ওয়ার্কার্স পার্টি,যুব মৈত্রী, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন সংগঠনের গভীর শোক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড অ্যাড.কাজী মাসুদ আহমেদ’র ছোট বোন ও জেলা যুব মৈত্রী ‘র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী তানভীর আহমেদ শিপনের বড় বোন রোজিনা আক্তার রিটন গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় পশ্চিম পাইকপাড়া বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩)।তিনি১ছেলে,১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন।গতকাল বুধবার সকাল ১১টায় টেংকেরপাড় জামে মসজিদে জানাযার নামাজ শেষে শেরপুরে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আবু সাঈদ খান,সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম,বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটিরআহ্বায়ক অ্যাড.মো.নাসির,যুগ্ম আহ্বায়ক মো.শরীফ আহমেদ খান,সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ,সদস্য আমজাদ হোসেন দুলাল,মনিরুল ইসলাম মানিক,আরমান উদ্দিন, মো.বাছির মিয়া প্রমুখ।অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির,সাধারন সম্পাদক সানিউর রহমান,জেলা নারীমুক্তি সংসদের সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার,জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামসুল আলম,ফিরোজ পাটোয়ারী প্রমুখ।বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর বিদেহী অাত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।