বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
হোমজেলাকরোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামদের সাথে আইনমন্ত্রী মতবিনিময়

করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামদের সাথে আইনমন্ত্রী মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইমামদের সাথে মতবিনিময় করেছেন আইনমন্ত্রী, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। তিনি বুধবার দুপুরে কসবা টি.আলী বিশ^ বিদ্যালয় কলেজ মাঠ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৫৫৮টি মসজিদের ইমামদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি করোনা মহামারি থেকে দেশবাসীকে রক্ষা করতে মহান আল্লাহপাকের কাছে দোয়া প্রার্থনা করেন। আইনমন্ত্রী বলেন, করোনা মহামারি থেকে মানুষকে সচেতন ও রক্ষা করতে মসজিদের ইমামদের দায়িত্ব অপরিসীম। মতবিনিয়ম সভায় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে এই মতবিমিয় সভাটি অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments