বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াকুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কসবায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কসবায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অপপ্রচারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবাদ সভা করেছে উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
কসবা উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে গতকাল শনিবার এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে কসবা উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা-ডাঃ মো: জাকির হোসাইন, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী, আব্দুল হান্নান, সোলেমান খান, উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন,রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু আক্কাছ মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments