নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ ব্রাহ্মণবাড়িয়া। বৃটিশ পূর্রবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাণিজ্যিক ও ভৌগলিক অবস্থানগত দিক থেকে এই জেলার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ও ভালো । কিন্তু পিছিয়ে আছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে , নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কোন সরকারি মেডিকেল কলেজ। বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা তাই ব্রাহ্মণবাড়িয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায়-
আজ ২৭ মে বৃহস্পতিবার সকাল ১১ টাই বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারক লিপি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জিহাদ, স্কুল বিষয়ক সম্পাদক রূপম ধর, কার্যকরী কমিটির সদস্য ফাহিম মুন্তাসির শান্ত, মেহেদী, ফুটন্ত প্রমুখ