শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
হোমজেলাছাত্র মৈত্রী নেতা সানির ১২ তম শাহাদাত বার্ষিকীতে জেলা ছাত্র মৈত্রীর মানববন্ধন...

ছাত্র মৈত্রী নেতা সানির ১২ তম শাহাদাত বার্ষিকীতে জেলা ছাত্র মৈত্রীর মানববন্ধন :অবিলম্বে বিচারের রায় কার্যকর করার দাবী

  • ফাহিম মুনতাসির :
বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী পলিটেকনিক শাখার তৎকালীন সহ -সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানির ১২তম শাহাদাত বার্ষিকীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্র মৈত্রী।
আজ শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির এর সভাপতিত্বে এবং ছাত্র মৈত্রী নেতা মুহয়ী শারদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রী’র আহ্বায়ক এড মো. নাসির মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন ব্রাহ্মণবড়িয়া সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, বিজয়নগর  উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রী’র যুগ্ম আহ্বায়ক কাজী তানভীর মাহমুদ শিপন, জেলা যুব মৈত্রী’র সদস্য সচিব, সাবেক ছাত্র মৈত্রী নেতা কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতাশামসুউদ্দিন, ফিরোজ পাটুয়ারী,জেলা ছাত্রমৈত্রী’র সহ -সভাপতি ইসরাত জাহান বানি, স্কুল বিষয়ক সম্পাদক রূপম ধর,জেলা ছাত্র মৈত্রী  নেতা আইরিন মৃধা, তাবাসসুম মৃধা,  হোসাইন ইসলাম জয়,  হোমায়রা হিমু প্রমুখ।
উল্লেখ্য, ২০১০ সালের ৭ জানুয়ারি সন্ত্রাস,দখলদারিত্ব, ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের প্রাপ্য শিক্ষার অধিকারসহ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে রাজশাহী পলিটেকনিকের তৎকালীন ছাত্রলীগের নিজাম-তুষার গং- এর অতর্কিত হামলায় নিহত হন।  হত্যার পড়ে আপোষহীনতার নানা অধ্যায় পেরিয়ে ২০১২ সালের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সানি হত্যার রায় হয়। রায়ে প্রধান আসামী নিজাম ও তুষারের মৃত্যদন্ডসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের যাজ্জীবন এবং ১০ বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যদিও সে বিচারের রায় কার্যকরের দাবী ছাত্র মৈত্রী আজও জানিয়ে আসছে।
 সভায় বক্তারা অবিলম্বে  বিচারের রায় কার্যকর করার দাবী জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments