হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে জাতির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা ছাত্রলীগের একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সফিউর রহমান সাগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইমনসহ ছাত্রলীগের সদস্য আলাল, সাফায়েত, বাবু, সবুজসহ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।