শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দের এ স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও জেলা শাখার সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জিহাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মুহয়ী শারদ এবং সাধারণ সদস্য ফাহিম মুন্তাসির শান্ত, নাঈম চৌধুরী প্রমুখ। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর জেলা ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে স্মারকলিপির একটি অনুলিপি প্রদান করেন।