বর্ষীয়ান রাজনীতিক, ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও “ডেইলি দেশের কথার”সাবেক সম্পাদক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কমরেড গৌতম দাসের মহাপ্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো.মনির হোসেন,যুগ্ম-আহ্বায়ক বিশ্বজিৎ পাল বাবু ও ফরহাদুল ইসলাম পারভেজ।
বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড গৌতম দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন আমরা আমাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারালাম।তাঁর মৃত্যুতে প্রগতিশীল আন্দোলন ও গনমাধ্যমের অপূরণীয় ক্ষতি সাধিত হলো।আমরা গভীর শোকাহত।নেতৃবৃন্দ প্রয়াত গৌতম দাসের বিদেহী আত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।