শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
হোমজেলানতুন করে ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৮ জন করোনায় আক্রান্ত

নতুন করে ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৮ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। করোনায় আক্রান্তরা হলেন সদর উপজেলায় ৯ জন, কসবায় সাত জন, সরাইলে এক জন ও আখাউড়ায় এক জন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নুতন করে সুস্থ হয়ছে ১৫ জন। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৯৪ জন রোগী।
সিভিল সার্জন ডাক্তার একরাম উল্লাহ জানান, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে লকডাউন চলছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমান বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ জন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments