নবীনগরের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর হাত-পা কেটে নেয়ার হুমকির তিব্র নিন্দা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন
দৈনিক কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু’র বাড়িতে এসে হাত-পা কেটে নেয়ার হুমকি দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদি ইউনিয়নের এক জরুরি সভায় ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদেরকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সাংবাদিক ইউনিয়ন এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মোঃ জসিম উদ্দিন, মজিবুর রহমান খান, মোঃ শফিকুল ইসলাম, আজিজুর রহমান পায়েল, আজিজুল আলম সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের বাড়িতে গিয়ে হত্যার হুমকির ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। বিষয়টি খুবই উদ্বেগের। অচিরেই জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারা জেলার সাংবাদিকদেরকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।