- ফাহিম মুনতাসির:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেয়নি আওয়ামীলীগ।
৬ষ্ঠ ধাপের নির্বাচনে কসবা উপজেলার সাত ইউনিয়ন পরিষদ ও নবীনগর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন কসবা উজেলার -মেহারি ইউনিয়নে মোশারফ হোসেন, বাদৈর ইউনিয়নে শিপন আহম্মেদ ভূঁইয়া, গোপীনাথপুর ইউনিয়নে মিজানুর রহমান, বিনাউটি ইউনিয়নে বেদন খান, কায়েমপুর ইউনিয়নে ইকতিয়ার আলম রনি, বায়েক ইউনিয়নে মো. বিল্লাল হোসেন, কসবা পশ্চিম ইউনিয়নে মো. মানিক মিয়া।
এছাড়া নবীনগর উপজেলায় নির্বাচিতরা হলেন-নাটঘর ইউনিয়নে মো: আকতারুজ্জামান (মোটর সাইকেল), শিবপুর ইউনিয়নে এম আর মজিব (আনারস), বিটঘর ইউনিয়নে মেহেদী জাফর (নৌকা), কাইতলা (দক্ষিণ) ইউনিয়নে শওকত আলী (নৌকা), বড়াইল ইউনিয়নে জাকির হোসেন (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে আমজাদ হোসেন (চশমা), বিদ্যাকুট ইউনিয়নে জাকারুল হক (নৌকা)।