- নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের কিছুক্ষণের মধ্যে গুতমা আশ্রয়ণ প্রকল্পের ১০ টি পরিবারের ১০ টি ঘর, নগদ টাকা, ধান, চাউল, ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ পুরে ছাই হয়ে যায়। ঘটনার সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান খান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিগণ। ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বিদেশ থেকে খোজখবর নেন এবং উপজেলা প্রশাসন সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, নগদ;১০০০(এক হাজার) টাকা ও ৩০ টি পরিবারকে পূর্ণভাসনের জন্য টিনসহ নগদ টাকার ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান।