শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
হোমজেলাপত্রিকা হকারদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণকালে প্রেস ক্লাব সভাপতি রিয়াজ...

পত্রিকা হকারদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণকালে প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি:সংশ্লিষ্ট সবার চেয়ে পত্রিকার হকাররা অনেক বেশি পরিশ্রম করে থাকেন

  • নিজস্ব প্রতিবেদক:

এই শীতে পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। সোমবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে ৪০ জন হকারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে হকাররা উদ্যোগের প্রশংসা করেন।
ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি। কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মনির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার এজেন্ট মো. মাসুকুল ইসলাম, হকার মো. বিটু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার এজেন্ট মো. আশিকুল ইসলাম, সৈয়দ রিয়াজ আহমেদ অপু, শুভসংঘের উপদেষ্টা এম এ মালেক, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম পারভেজ, আবরণি আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক হাবিবুর রহমান পারভেজ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. মোশাররফ হোসেন বেলাল, নিউজটোয়েন্টিফোর এর প্রতিনিধি মাসুক হৃদয়, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর মেহেদি নূর পরশ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. মুজিবুর রহমান খান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর আজিজুল আলম সঞ্চয়, সাংবাদিক মো. আরিফুল ইসলাম, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হেদায়েতুল আজিজ মুন্না, শামিউল আহমেদ, মো. জুয়েল, সৌরভ সাহা, মো. শাহাদাৎ হোসেন, সৌমেন পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রিয়াজ উদ্দিন জামি বলেন, ‘হকাররা হলেন পত্রিকার প্রাণ। সেই সাত সকালে উঠে তারা পাঠকের হাতে পত্রিকাটি তুলে দেন। সংশ্লিষ্ট সবার চেয়ে পত্রিকার হকাররা অনেক বেশি পরিশ্রম করে থাকেন।’

জাবেদ রহিম বিজন বলেন, ‘হকারদের মাঝে কম্বল উদ্যোগ একটি প্রসংশনীয় উদ্যোগ। সাংবাদিক ইউনিয়ন এ ধরণের মানবিক কাজে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা। ইউনিয়নের সব ধরণের ভালো কাজে সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments