মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াবঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতিস্তম্ভ নির্মাণের ভূমি পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতিস্তম্ভ নির্মাণের ভূমি পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর সেজামুড়া এলাকায় ‘বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতিস্তম্ভ’ নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতিস্তম্ভ নিমার্ণের জন্য ভূমি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানীসহ মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ প্রিন্ট ও ইলোক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে বেলা ১২টায় পরিদর্শর শেষে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে স্থানীয় বক্তিবর্গের সাথে এক মতবিনিয় সভায় যোগ দেন মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments