মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
হোমজেলাবিজয়নগরের চান্দুরা ইউপি নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী কমরেড  সঞ্জয় রায় পোদ্দারের...

বিজয়নগরের চান্দুরা ইউপি নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী কমরেড  সঞ্জয় রায় পোদ্দারের মনোনয়ন পত্র দাখিল

  • বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) :

বিজয়নগরেরর চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় পোদ্দার মন্ত আজ বৃহস্পতিবার  সকালে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকতা মো. রফিকুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এসময় উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড  দীপক চৌধুরী বাপ্পী, বিল্লাল মিয়া,আবু কালাম,হরমুজ আলী সর্দার, তারা মিয়া, ধনঞ্জয় মালাকার,জামির আলী,শাহেনশাহ,বিষু সরকার, মহাদেব রায়,বিধু সরকার, হিরালাল দাস,জজ মিয়া কাশেম মিয়া,মালু দেবনাথ,প্রনু চক্রবর্তি,আবুল মিয়া,রমজান মিয়া, আবদুল্লা,সুদেব পাল,অমৃল পাল,ফায়েজ মিয়া,রেজ্জাক মিয়া,সোহেল মিয়া,অহিদ মিয়া,রফু মিয়া প্রমুখ উপস্হিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments