- নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৩ ডিসেম্বর বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির দলীয় মনোনয়ন পেলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সdন্জয় রায় পোদ্দার মন্ত।
গতকাল সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনিসুর রহমান মল্লিক স্বাক্ষরিত এক চিঠি জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কাজী মাসুদ আহমেদ চেয়ারম্যান প্রার্থী সন্জয় রায় পোদ্দার এর নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্হিত ছিলেন বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আবুল কালাম,সন্তোষ মোহন খৃষি,সোহেল মিয়া প্রমুখ।