শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াবিজয়নগরে ইউসিসিএ’র ৭ম বার্ষিক সাধারণ সভায় ইউএনও ইয়াছিন আরাফাত, বিআরডিবি ঋণ সহায়তার...

বিজয়নগরে ইউসিসিএ’র ৭ম বার্ষিক সাধারণ সভায় ইউএনও ইয়াছিন আরাফাত, বিআরডিবি ঋণ সহায়তার মাধ্যমে জিডিপি’তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াছিন আরাফাত বলেছেন- বিআরডিবি তার ঋণ সহায়তার মাধ্যমে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধিতে (জিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋণ আদান-প্রদানের মাধ্যমে গ্রামের নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করে তুলছে। মঙ্গলবার বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিআরডিবি’র আওতাভুক্ত বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ৭ম বার্ষিক সাধারণ সভা ও উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল কাদিরের পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঋণগ্রহীতাদেরকে ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের তথা সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে তিনি বিজয়নগরে বিআরডিবি’র মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে বলে সমবায় সমিতিগুলোর ভূয়সী প্রশংসা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াছিন আরাফাত বিজয়নগর উপজেলার সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল কাদির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন- মোঃ আবদুল কাদির একজন দক্ষ, সফল ও নিষ্ঠাবান কর্মকর্তা। আজকে এই অনুষ্ঠানে সমবায়ীরা যেভাবে এই কর্মকর্তার প্রশংসা করেছেনÑ নিজের কাজে আন্তরিক ও দায়িত্ববান না হলে মাঠ পর্যায় থেকে এভাবে প্রশংসা ও সম্মান পাওয়া যায় না। তিনি তার ভবিষ্যত কর্মস্থলের সাফল্য কামনা করেন। সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল কাদির, উপজেলা ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জয় রায় পোদ্দার, সমবায়ী নেতা বাদশা মিয়া, রঞ্জিত মল্লিক, সিরাজুল ইসলাম, হামদু মিয়া, ইউসিসিএ লিঃ এর পরিদর্শক আবদুল হামিদ প্রমুখ। বিদায়ী অতিথি মোঃ আবদুল কাদির বিজয়নগরে অর্পিত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সভায় বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিআরডিবি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথি মোঃ আবদুল কাদিরকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments