‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস- ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে এম ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান, উপজেলা সেন্ট্রাল কো- অপারেটিভ এসোসিয়েশন লিমিটেডের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। বক্তব্য রাখেন ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, মৃণাল চৌধুরী লিটন, মো: সারোয়ার রহমান, সারোয়ার হাজারী পলাশ প্রমুখ।