শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
হোমজেলাবিজয়নগরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজয়নগরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) :

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ভোটাংবাড়ী গ্রামের আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

বিজয়নগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল ২ ফেব্রুয়ারি দুপুর বারোটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টার লিখিত বক্তব্যে বলেন-গত (২৮ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাতে আনুমানিক রাত ২ টার সময় ভোটাংবাড়ি এলাকায় মোহাম্মদ জামাল মিয়ার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ঘটনা ঘটেছে বলে ঘটনার পরদিন আমরা শুনে এলাকার মুরুব্বীদেরকে নিয়ে উপস্থিত হয়ে ডাকাতি হওয়া ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণের সহযোগিতা প্রদান করি ও তাদেরকে সান্ত্বনা প্রদান করি। ঘটনার পর একই এলাকার সুযোগ সন্ধানী একটি দুষ্টুচক্র ষড়যন্ত্রের কারণে আমাদের পরিবারের আত্বীয় স্বজনদেরকে জড়িয়ে বিভিন্ন ভাবে মিথ্যাচার করা হচ্ছে। যাহা অত্যন্ত দুঃখজনক।

ঘটনার পর আমার এবং আমার নিকটতম কিছু আত্বীয় স্বজনদের জড়িয়ে একটি ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ডাকাতির ঘটনার আবদুর রশিদ মেম্বার ও মোঃ বাছির মাষ্টারের নাম জড়িয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে আমাদের আত্বসম্মান হননের অপচেষ্ঠায় লিপ্ত হয়েছে। প্রকাশিত হওয়া সংবাদ সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন। এমনকি স্থানীয় ইউপি নির্বাচনকে ইস্যু করে কিছু কিছু স্থানে দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বা আমাদেরকে ঘায়েল করার অপচেষ্টা চালিয়ে বেড়াচ্ছে। আমরা আমাদের আত্মসম্মান নিয়ে শান্তিপূর্ণভাবে সমাজে অত্যন্ত সুনামের সহিত পারস্পরিক সম্প্রীতি নিয়ে বসবাস করছি।

সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টারসহ ভোটা‌ংবাড়ি এলাকার ৪০/৫০ জন মানুষ উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের পক্ষে বক্তব্য প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments