বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
হোমজাতীয়বিজয়নগর উপজেলা ছাত্রলীগের ফ্রি অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের ফ্রি অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

মোস্তফা কামাল সোহেল,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১০টি ফ্রি অক্সিজেন ও ১টি করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাত ৯টায় উপজেলার আউলিয়া বাজারের ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে ফ্রি অক্সিজেন সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম মাহাবুব হোসেন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইমলাম হানিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মঞ্জু, আরাফাত চৌধুরী, মাহাবুবুর রহমান,আজগর আলী।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, আবির আহমেদ উসমান দপ্তর সম্পাদক বিজয়নগর উপজেলা ছাত্রলীগ, খায়রুল আলম সভাপতি সিংগারবিল ইউনিয়ন ছাত্রলীগ, সাগর সিরাজী সাধারন সম্পাদক পাহাড়পুর ইউনিয়ন ছাত্রলীগ, তামিম সহ-সভাপতি সিংগারবিল ইউনিয়ন ছাত্রলীগ, সাব্বির আহমেদ পাহাড়পুর ইউনিয়ন ছাত্রলীগ, ইরফান মাহমুদ হরষপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, শিপন ভূইয়া হরষপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, রহমতুল্লাহ বাবু চরইসলাম ইউনিয়ন ছাত্রলীগ, সাজু চৌধুরী, মোহাম্মদ আজগর, তামিম, শিপন, ইরফান মাহমুদ, রহমতুল্লাহ বাবু, হৃদয়, সাব্বির প্রমুখ।

উদ্বোধনকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম মাহাবুব হোসেন বলেন-“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিতাস পাড়ের অহংকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি মহোদয় এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন শোভনের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা রোগীদের সহায়তায় বিনামূল্যে ১০টি অক্সিজেন সেবা ও ১টি করোনা প্রতিরোধ বুথ সেবা চালু করেছি। আমরা এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করার আগেও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীকে এ সেবা দিতে সক্ষম হয়েছি। অক্সিজেন সেবার জন্য হটলাইনে নাম্বার দেওয়া থাকবে যাদের অক্সিজেন সেবা দরকার হবে সেই নাম্বারে কল দিলেই ছাত্রলীগের কর্মিরা বাড়িতে গিয়ে অক্সিজেন লাগিয়ে দিবে।

তিনি আরও জানান- ব্রাহ্মণবাড়িয়া পুরো জেলায় ছাত্রলীগের স্বেচ্ছাসেবীরা ফ্রি-অক্সিজেন সেবায় নিয়োজিত আছেন। তিনি বর্তমান পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার ও সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments