- নিজস্ব প্রতিবেদক :
আজ মঙ্গলবার বিকাল ৩ টায় বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাব বিজয়নগর এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম.ইয়াসির আরাফাত কে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস ক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.জিয়াদুল হক বাবুর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মির্জা হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদি, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, টনকী আলিয়া মাদরাসার সিনিয়র প্রভাষক সাদেকুল ইসলাম রতন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী,এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সামছুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হাজারী পলাশ,দপ্তর সম্পাদক তানভীর আহ্মেদ রাজিব,অর্থ সম্পাদক কাজী শরিফ উদ্দিন, সহ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন,প্রেস ক্লাব সদস্য শাহীন চৌধুরী, ও মোঃ রুবেল প্রমুখ।