রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াবিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে বড় দিন পালিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে বড় দিন পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শুক্রবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার মৌড়াইল ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে খ্রিষ্টিয়ান মিশন প্রাইমারী স্কুল প্রাঙ্গনে খ্রিষ্টীয় বড়দিনের অনুষ্ঠানে খ্রিষ্টিয়ান মিশনের সম্পাদক টমাস তুহিন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালক টাইটাস দাসগুপ্ত, সহ-পালক ডেবিট বেঞ্জামিন সিংহ, খিষ্টিয়ান এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডেবিট মলয় নাথ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, আজকের দিনে যীশু জন্ম গ্রহন করেছিলেন। প্রতিবছর আমরা এই দিনটি উদযাপন করে থাকি। এ বছর করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে দিনটি উদযাপন করছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন মহামারী করোনা ভাইরাস এদেশ থেকে চলে যায়, পৃথিবীর সকল মানুষ সুখে থাকতে পারে।
খ্রিষ্টান ধর্মাবলম্বী মেরি দাস বলেন, প্রভু যিশু যেন করোনা ভাইরাসকে এদেশ থেকে নিরাময় করেন সেই জন্য তার কাছে প্রার্থনা করেছি।
বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রিসহ পুরো গীর্জাকে বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় খ্রিষ্টিয়ানরা একে অপরকে বড় দিনের শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments