শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাবিশ্ব নদী দিবসে নোঙর'র ভাসমান সভা

বিশ্ব নদী দিবসে নোঙর’র ভাসমান সভা

@নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব নদী দিবস উপলক্ষে নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাসমান সভা তিতাস নদীতে অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় নোঙরের জেলা সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদদূস। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, উদীচী সভাপতি জহিরুল ইসলাম স্বপন, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, নদী না বাঁচলে প্রাণ বাঁচবে না। তিতাস না বাঁচলে ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস হয়ে যাবে। নোঙর নদীর প্রাণ ফেরাতে কাজ করছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, জেলা পরিষদ কর্তৃপক্ষ নদী খাল জলাশয় মুক্ত করতে কাজ করছে। টাউনখাল অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে, বাকী কাজ চলমান। সাড়ে চার কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে যার মাধ্যমে টাউনখালের নাব্যতা ফিরে আসবে। শহরের সৌন্দর্য বহুগুন বেড়ে যাবে। ভাদুঘর থেকে তিতাস নদীর তীর ঘেঁষে ২০ ফুট পাশ রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। তাহলে শহরের যানজট অনেকাংশে কমবে। সকল ময়লা আবর্জনা নিজেরা সংরক্ষণ করবেন। পৌরসভার গাড়ীতে যেন ময়লা দেওয়া হয় সেটা নিশ্চিত করবেন। কোনোভাবেই ময়লা আবর্জনা নদীতে ফেলতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এসময় ভাসমান সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দেন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নদীপুত্র সুমন শামস্। আরও বক্তব্য রাখেন অরোণাভ পোদ্দার সহ-সভাপতি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, কমরেড নজরুল ইসলাম আহবায়ক প্রগতিশীল জোট, জামিনূর রহমান নির্বাহী সদস্য সাহিত্য একাডেমি।
ভাসমান সভায় স্বাগত বক্তব্য রাখেন খালেদা মুন্নী সাধারণ সম্পাদক নোঙর জেলা শাখা।
সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান খান টিটু ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নোঙর। আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোশাররফ হোসেন ভুইয়া, নাফিজ আহমেদ সেলিম, সাইদুর রহমান জুয়েল , শিপন কর্মকার, কবি রোকেয়া রহমান, কবি শিরীন আক্তার, সুশান্ত পাল, রয়েল মিয়া, হেকিম মিয়া, নাজমুল খান ও মেহেদী হাসান তন্ময় প্রমুখ।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments