রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াতে মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়াতে মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

এনামুল হক-(২৫) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড এবং নগদ ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদ্বীপ তালুকদার তাকে এই কারাদন্ড প্রদান করেন। দণ্ড পাওয়া এনামুল হক পৌর এলাকার কাউতলী গ্রামের কালন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদ্বীপ তালুকদার বলেন, রবিবার দুপুরে লকডাউন চলাকালে এনামুল হক মুখে মাস্ক না পড়ে অহেতুক একটি নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল নিয়ে কাউতলী এলাকায় মহাসড়কে ঘুরাঘুরি করছিলো। এ সময় পুলিশ তাকে আটক করে। তাকে তল্লাশী করলে তার কাছে ১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও নগদ ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় পুলিশ, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments