শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ায় ময়লা পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ!

ব্রাহ্মণবাড়িয়ায় ময়লা পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে দুই পক্ষের মধ্যে ময়লা পানি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এক বাড়ির ময়লা পানি আরেক বাড়ির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত কালু মিয়া (২৭), শামছুন্নাহার (৪৫), লাইলী (৩০), উসমান (৫০) ও নাছির (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতদের সূত্রে জানা গেছে, লালপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন তার প্রতিবেশী আনোয়ারা বেগম। কদিন আগে নাসিমা টাকা ফেরত চাইলে আনোয়ারা কয়েকদিনের সময় চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। সম্প্রতি নাসিমার বাড়ির ময়লা পানি আনোয়ারার বাড়ির ওপর দিয়ে যাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বুধবার দুপুরে ওই ময়লা পানি যাওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ সংঘর্ষের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments