রবিবার, মার্চ ২৬, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়াতে করোনা মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা

ব্রাহ্মণবাড়িয়াতে করোনা মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা

 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও করোনা মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। করোনাভাইরাসের কারণে এবারও খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়নি।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার মসজিদ রোডস্থ জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা সিবগাতুল্লাহ নূর। জামাতে প্রশাসনিক কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

পরে নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তিসহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া ট্যাংকেরপাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদ ও মদিনা মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাত শেষে মসজিদে-মসজিদে করোনা মহামারি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments