শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য র আ ম
উবায়দুল মোকতাদির চৌধুরীকে স্মারক লিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ফাহিম মুনতাসির সাধারণ সম্পাদক সানিউর রহমান, কর্যকরি সদস্য মুহয়ী শারদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিহাদ, স্কুল সম্পাদক রূপম ধর, তানিয়া সুলতানা ঊষা, তাবাসুম মৃধা, হোসাইন ইসলাম জয়, আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় তারা আসন্ন বাজেট অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বরাদ্দ রাখার দাবি জানান।