- সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুচনী গণহত্যা দিবস পালিত হয়েছে। এই দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১ টায় কুচনী বধ্যভূমি বাস্তবায়ন পরিষদ ও কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউ,এন,ও আরিফুল হক মৃদুল, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী। উপজেলা প্রশাসন,সরাইল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ পরিবার শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী,সরাইল প্রেস ক্লাব সাধারন সম্পাদক মাহবুব খান, সাংবাদিক এম,এ মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সহকারি কাইছার আহমেদ,বিট অফিসার এস,আই বশির আহমেদ, প্রধান শিক্ষক সৈয়দ শহীদুজ্জামান,বধ্যভূমি বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক প্রানেশ দাস, শহীদ পরিবারের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউ,এন,ও আরিফুল হক মৃদুল বলেন অচিরেই শহীদদের সমাধিস্থল সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য ১৯৭১ সালের ২০ এপ্রিল কুচনী গ্রামের
হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে পাকবাহিনী নির্মমভাবে হত্যা করে এবং ৫০ টি বাড়িতে অগ্নিসংযোগ করে।