বুধবার, মে ৩১, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ফুলবাড়ি দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ফুলবাড়ি দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক :

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক ফুলবাড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গতকাল বৃহস্পতিবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ফুলবাড়ি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় জেলা সিপিবিও পৃথক পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরণে সংক্ষিপ্ত সভা বাহাত্তরের সংবিধান পুন:প্রবর্তন কমিটির জেলা আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মো. জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় কমিটির জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসির মিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূর, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ। সভার শুরুতেই ফুলবাড়ির শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
সভায় বক্তারা তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুক্তি মোতাবেক ৬ দফা দাবি বাস্তবায়ন করে তার অঙ্গীকার পূরণের দাবি জানান। তারা বলেন, ২০০৬ সালের ২৬ আগস্টের ফুলবাড়ি অভ্যুত্থান থেকে শিক্ষা গ্রহণ করে অনতিবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়ন করবে আশা করি। একই সাথে উন্নয়নের নামে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ প্রাণপ্রকৃতি বিরোধী সব প্রকল্প বন্ধেরও দাবি জানান বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক আসমা খানম, সদর উপজেলা সিপিবির সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments