- নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি’র পক্ষ থেকে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন’র সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম এর উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১ টায় মেড্ডা পৌর কলেজ প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টি ও শ্রমিক ফেডারেশনের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন শহর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মো.নাসির মিয়া,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি ও বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও জেলা জাতীয় শ্রমিক ফেডারশনের সহ-সভাপতি কমরেড সামসুল আলম,সাবেক ছাত্রনেতা ও জেলা যুব মৈত্রী’র সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।