- নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নজির উদ্দিন আহম্মেদ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. সিরাজুল ইসলাম রাহিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হাজী মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। আগামীতে বাংলাদেশে কোন্ সরকার থাকবে, জনগণকে সাথে নিয়ে রাজপথেই এর ফয়সালা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে।
পৌর বিএনপির সদস্য মাহবুবর রহমান, জেলা যুবদল সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ ও পৌর যুবদল সদস্য সচিব তানভীর রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এ.বি.এম মোমিনুল হক, আলী আজম, আসাদুজ্জামান শাহীন, মাঈনুল ইসলাম চপল, নিয়ামুল হক, নূরুল হুদা, শরীফ মৃধা প্রমুখ।
আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা, স্বেচ্ছাসেবক দল আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ,মহিলা দল সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, শ্রমিক দল সাধারণ সম্পাদক মুস্তফা মিয়া সহ স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ। সভায় স্থানীয় ও জেলার সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে আগামী এক সপ্তাহের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।