শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় হুজায়ফা (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের মাওলানা ইয়াছিন মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, বিকেলে হুজায়ফা রেললাইন ধরে হাঁটছিল। এ সময় ওই লাইনে ট্রেন চলে আসলে সে পাশের লাইনে চলে যায়। তখন পাশের লাইন দিয়ে একই সময়ে পেছন দিক থেকে আরেকটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হুজায়ফা মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments