বুধবার, মে ৩১, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানান আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ‘স্বাস্থ্যবিধি মেনে’ ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলী জানানোর পর আওয়ামীলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভার্চুয়াল আলোচনা সভা, দোয়া মাহফিল, কারাগার-হাসপাতাল-সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments