@ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপনে ও বাঙালির চিরায়ত পিঠাপুলির সংস্কৃতি ধরে রাখতে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ভোরের সাথী সংগঠনের উদ্যোগে শহরের লোকনাথ দীঘির পাড় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক তাজ মোহাম্মদ ইয়াছিন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ।
রোটারিয়ান মোহাম্মদ মনিরুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, চেম্বার পরিচালক বাবুল মিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন, ব্যবসায়ী দেওয়ান মারুফ, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবু নাসের বাহার, রোটারিয়ান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. মেসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ইস্কান্দর মির্জা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, জেল যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, চিকিৎসক সাঈফুদ্দিন আহমেদ শুভ্র, সাংবাদিক মনির হোসেন, তিতাস আবৃত্তি সংগঠনের রোকেয়া দস্তগীর ও ব্যবসায়ী হাজী বকুল মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সংগঠন বৈশাখী শিল্পী গোষ্ঠী দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে বিপুল সংখ্যক নারী-পুরুষ পিঠা উৎসবে অংশ নেয়। পিঠা উৎসবে হরেক রকমের পিঠার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভোরের সাথী সংগঠনের সকল সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।