বুধবার, মে ৩১, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মোকতাদির চৌধুরী এমপি রাষ্ট্রকে যারা নড়বড়ে ও...

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মোকতাদির চৌধুরী এমপি রাষ্ট্রকে যারা নড়বড়ে ও দূর্বল করতে চায় তাদেরকে কোন সুযোগ দেয়া হবে না

ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, রাষ্ট্রকে যারা নড়েবড়ে করে দিতে চায়, রাষ্ট্রকে যারা দূর্বল করে দিতে চায় তাদেরকে নিশ্চয় আমরা কোন ধরনের সুযোগ দিব না।
তিনি শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বাংলাদেশের মানুষ জ্বালাও পোড়াও এর রাজনীতি পছন্দ করেনা, অতীতে বাংলাদেশের মানুষ জ্বালাও পোড়াও এর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তিনি বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বাস পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে যাতে কেউ জ্বালাও পোড়াও করতে না পারে সেজন্য যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
মোকতাদির চৌধুরী এমপি বলেন, যুব সমাজকে সাংগঠনিক কাঠামোতে এনে একটি সুন্দর রাষ্ট্র গঠনে অবদান রাখার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সহ-সভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির, মজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন। আলোচনা সভার আগে জেলা যুবলীগের সাবেক ৯জন সভাপতি, সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments