ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় হতে যাওয়া এই টেক সেন্টারটিকে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ নামকরণের প্রস্তাব করা হয়েছে। গত ১৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনকে ট্রেনিং সেন্টারটি স্থাপনের জন্য খাস জমি বরাদ্ধ দিতে চিঠি দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ডিও লেটার দিয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপনের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন। সেই ডিওলেটারের প্রেক্ষিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় অতিসত্বর ৩-৫ একর খাস জমি বরাদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।